কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতে নিহত বেড়ে ২১২

0

লোকসমাজ ডেস্ক॥ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে গুলিবিদ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম আবদুর রহমান (৪৪)। তিনি বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
আবদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে স্বজন আবুল বাশার গণমাধ্যমে বলেন, আবদুর রহমান পেশায় কৃষক ছিলেন। তিনি সপরিবার নরসিংদী সদর দক্ষিণের চৌগা গ্রামে থাকতেন। ২০ জুলাই বেলা তিনটার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে নরসিংদীর পাঁচদোনা এলাকায় বাজার করতে যান। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে তিনি কোমরের নিচে গুলিবিদ্ধ হন। সেদিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান।
আবদুর রহমানের তিন মেয়ে ও এক ছেলে আছে। তার বাবার নাম কাজী মো. আমির উদ্দিন।