ন্যাটোর ‘না’ ক্ষুব্ধ জেলেনস্কি

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনের আকাশসীমায় কিয়েভের নো ফ্লাই জোনের আবেদন প্রত্যাখ্যান করেছে ন্যাটো। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামরিক জোটের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের নিন্দা এবং জোটের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে পরস্পরকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করা হলেও ইউক্রেনের আকাশসীমায় বিমান উড্ডয়নে কিয়েভের নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যাত হয়। রুশ যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র থেকে ইউক্রেনের আকাশ মুক্ত রাখতে জেলেনস্কি এই আবেদন করেছিলেন। প্রত্যাখ্যাত হয়ে তিনি পশ্চিমা নেতাদের নিন্দার পাশাপাশি ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনের মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমা নেতারা বিষয়টি জানার পরেও তারা পুতিনকে আরো বোমা হামলা চালিয়ে যাওয়ার জন্য লাইসেন্স দিচ্ছেন। তিনি আরো বলেন, আজ জোটের নেতারা নো ফ্লাই জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেনের শহর ও গ্রামগুলোতে আরও বোমাবর্ষণের সবুজ সঙ্কেত দিলো।
এদিকে গতকাল বৈঠকের পরপরই ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ কিয়েভের আবেদন বাতিলের বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা থেকে ইউক্রেনকে সুরক্ষা দিতে গেলে ন্যাটো বাহিনীকে রুশ বিমান ভূপাতিত করতে হবে। এ পদক্ষেপ নিলে ইউরোপে পুরোদমে যুদ্ধ বেঁধে যেতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধকে তড়ান্বিত করবে। সেখানে আরও অনেক দেশের জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তবে স্টলটেনবার্গ পুতিনকে শাস্তি দেওয়ার জন্য আরও নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছেন। বলাবাহুল্য তাতে মন ভরেনি ভলোদিমির জেলেনস্কির। তিনি ভাষণে আরো বলেন, আজ ন্যাটোর যে সম্মেলন হলো, তা একটি দুর্বল সম্মেলন। এটি একটি সংশয়পূর্ণ সম্মেলন। এখানে পরিষ্কার হয়ে গেছে- ইউরোপের স্বাধীনতার জন্য লড়াই একমাত্র লক্ষ্য হিসেবে সবাই বিবেচনা করে না। এখন থেকে যেসব মানুষ মারা যাবে, তাদের মৃত্যুর কারণ আপনারা হবেন। আপনাদের দুর্বলতা, একতাবোধে ঘাটতির কারণেই এ ঘটনা ঘটবে- ক্ষোভ প্রকাশ করে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।