শপথ নিলেন নরেন্দ্র মোদি

0

লোকসমাজ ডেস্ক॥ তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির অখ-তা রক্ষার শপথ নিলেন নরেন্দ্র দামোদরদাস মোদি। জওহরলাল নেহরু ছাড়া ভারতের আর কোনো প্রধানমন্ত্রীর টানা তিন বার শপথ নেওয়ার কৃতিত্ব নেই।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শুরু হয় তার শপথ অনুষ্ঠান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন মোদির পর ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন রাজনাথ সিংহ, অমিত শাহ, জেপি নাড্ডা, নীতিন গড়করী, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, এস জয়শঙ্করসহ অন্যরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সব মিলিয়ে ৭২ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করতে চলেছেন মোদি। এর মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৫ জন স্বতন্ত্র ও ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার নয়াদিল্লি পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও আছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচ-, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে।
লোকসভা নির্বাচনে মোট আসন ৫৪৩টি। এর মধ্যে এনডিএ জোট পেয়েছে ২৯৩টি আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইনডিয়া জোট পেয়েছে ২৩২টি আসন। এর মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। তাই মোদির এবারের মন্ত্রিসভায় মিত্রদের জায়গা ছেড়ে দিতে হচ্ছে।