ঝিকরগাছায় নারী ও কিশোরী ধর্ষণের ঘটনায় একজন আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় নারী ও কিশোরী ধর্ষণের পৃথক ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। কিশোরী ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি আটক হলেও নারী ধর্ষণের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে, উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমড়ী গ্রামে কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ। ওই কিশোরীর মা জানিয়েছেন, প্রতিবেশী মিজানুর রহমান বিভিন্ন সময়ে তার মেয়েকে উত্ত্যক্ত করতো। গত ৬ জুন কৌশলে তার মেয়েকে মিজানুর রহমান তার ঘরে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে ধর্ষণ করে। এ ঘটনায় তিনি ঝিকরগাছা থানায় মামলা করেন। ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানিয়েছেন আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গুচ্ছ গ্রামে এক নারীকে চারজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে দুজনের নাম উল্লেখসহ চারজনের নামে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারীর মা।
মামলার আসামিরা হলেন, ওই গ্রামের লুতা মুয়ার ছেলে ঝন্টু (৪৫) ও আনসার আলীর ছেলে শাকিল হোসেন (২৫)। মামলা সূত্রে জানা গেছে, গত ৬ জুন সন্ধ্যায় আসামিরা ওই নারীকে যশোর শহরে তার স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী নওয়াপাড়া গ্রামের মাঠে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। পরদিন ৭জুন ভোরে ওই নারীকে যশোর শহরে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। গত রোববার রাতে ওই নারী ধর্ষণের কথা জানালে তার মা ঝিকরগাছা থানায় মামলা করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানিয়েছেন।