ঝিনাইদহে চালকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) জেলা বিআরটিএ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পেশাজীবী গাড়িচালক অংশ নেন। প্রশিক্ষণ দেন,জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, বিআরটিএ’র পরিদর্শক প্রকৌশলী এস এম সবুজ ও ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় চালকদের সড়ক দুর্ঘটনা রোধে করনীয় নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।