শরণখোলায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ পিতা-মাকে নির্যাতনের অভিযোগ

0

 

শরণখোলা (বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছেলের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সম্পত্তি লিখে না দেওয়ায় পিতা আবুল হারেজ খান (৮৭) ও মা নুরজাহান বেগমকে (৭৫) একাধিকবার মারধর করেন তার ছেলে।
সর্বশেষ গত ১৮ জুন রাতে হারেজ খানকে মেরে আহত করেন নজরুল ইসলামসহ তার দুই ছেলে নাজমুল হাসান রনি ও মাইনুল ইসলাম। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় পিতা আবুল হারেজ খান।
লিখিত অভিযোগ জানা যায়, ঘটনার দিন রাতে ছেলে নজরুল ইসলাম খান ও তার দুই নাতি হারেজ খানের ঘরে ঢুকেই জমি লিখে দেওয়ার জন্যে চাপ দেন । এতে রাজি না হওয়ায় বৃদ্ধ হারেজ খানকে তারা তিনজনে মিলে বেদম মারধর করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ওই রাতে আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরআগে গত বছরের (২০২৩) ২৫ জুন একই দাবিতে পিতা-মা দুজনেকই মারধর করেন সাবেক সেনা সদস্য ছেলে নজরুল ইসলাম। ছেলের নির্যাতনের হাত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চান হারেজ খান।
পিতা-মাকে নির্যাতনের ব্যাপারে জানতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান বলেন, আবুল হারেজ খান নামে এক বৃদ্ধ তার ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।