যশোরে খুলনা বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা বিএসটিআই’র

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের এইচএমএম রোডে বৃহস্পতিবার ‘খুলনা বেকারিতে’ অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় বেকারিটিকে পণ্যের যথাযথ মান না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৩৫ হাজার টাকা জরিমনা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত বেকারিগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি এইচএমএম রোডে খুলনা বেকারিতে গিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি স্বচক্ষে প্রত্যক্ষ করেন।
তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে বিএসটিআই লাইসেন্সের ঘোষণা অনুযায়ী কেনো খাবার তৈরি করা হচ্ছে না জানতে চাইলে সদুত্তর পাননি। পরে প্রতিষ্ঠানটির মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন গণমাধ্যমকে বলেন-বিএসটিআই’র কোনো শর্ত মানেননি খুলনা বেকারি কর্তৃপক্ষ। এ কারণে তাদেরকে ৩৫ হাজার টাকা জরিমানা ও এক সপ্তাহের ভেতর লাইসেন্সের শর্ত পূরণের সময় দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনরকম ব্যতয় ঘটলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।