যশোরে বিভাগীয় চাকরিমেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী খুলনা বিভাগীয় চাকরিমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নাগরিক উদ্যোগ যশোরে আয়োজনে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন যশোর- ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলাম, অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানম, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আনজুন নাহিদ চৌধুরী, আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাভলু, কাউকে বাদ দিয়ে নয় জোটের খুলনা বিভাগীয় সভাপতি নজরুল ইসলাম মল্লিক। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কার্যকর যোগাযোগ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মেলার মাধ্যমে বিভাগীয় পর্যায়ের চাকরি-প্রার্থী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার এবং স্থানীয় চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোকে একই প্লাটফর্মে নিয়ে আসার কাজটি অনেক সহজতর হয়েছে।
দিনব্যাপী চাকরিমেলায় মোট ১৩ স্টল অংশ নেয়। খুলনা , যশোর, সাতক্ষীরা- তিন জেলার শতাধিক চাকরি প্রার্থী আবেদনপত্র জমা দেন। দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান । কাউকে বাদ দিয়ে নয় জোট-খুলনা বিভাগীয় সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, প্রেসক্লাব যশোরে সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর প্রমুখ।