শৈলকুপায় নৌকা থেকে পড়ে মৃত্যু

0

 

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ গড়াই নদীর লাঙ্গলবাঁধ – নাদুরিয়া খেয়াঘাটে নৌকা থেকে পানিতে পড়ে খাইরুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি শৈলকুপা উপজেলার কুপালপুর গ্রামের সবদুল হোসেনের ছেলে। এলাকাবাসী সূত্র জানা গেছে, শনিবার সকাল সাড়ে দশটার দিকে শৈলকুপার গড়াই নদীর নাদুরিয়া – লাঙ্গলবাঁধ ঘাটে নৌকায় পার হওয়ার সময় চলন্ত নৌকা থেকে মাঝ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন ওই ব্যক্তি।
এ ব্যাপারে ঘাটের মালিক বিপ্লব কুমার জানান, নদী পারাপারের সময় নৌকা থেকে মাঝ নদীতে এসে এক ব্যক্তি নৌকা থেকে পড়ে যান। আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে । পরে খুলনা থেকে ডুবুরিরা এসে মৃত ব্যক্তির লাশ নদী থেকে উদ্ধার করে। মৃত ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তার পরিচয় জানা যায়। এ ব্যাপারে খুলনা ফায়ার সার্ভিসের ডুবরিদলের প্রধান হারুন অর রশিদ জানান, আমরা সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে এসে নৌকার চালকের সাথে কথা বলে নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তার লাশ বিকেল চারটার দিকে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হই। এ ব্যাপারে লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের এসআই তৌকির হোসেন জানান, নৌকা পার হতে গিয়ে মাঝ নদীতে গিয়ে নৌকা থেকে এক ব্যক্তি পড়ে মারা গেছেন।