পুলিশের কাণ্ড : মোটরসাইকেল মেরামত করে না দেওয়ায় মারধর ও গুলি!

0

ঝিকরগাছা(যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে এক মোটরসাইকেল মিস্ত্রিকে মারপিটসহ গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ- গ্রামবাসী মুুখোমুখি অবস্থানে রয়েছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে ঝিকরগাছা উপজেলার শিওরদাহে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিত্তরদাহ ক্যাম্পের পুলিশ সদস্য (কনস্টেবল নং-১৩৫৩) রিকন হোসেন সকাল সাড়ে ৮টার দিকে শিত্তরদাহ বাজারের সুমন হোসেনের গ্যারেজে মোটরসাইকেল মেরামত করতে যান। মালিক দোকানে না থাকায় কর্মচারী রিপন হোসেন (২২) মোটরসাইকেল দেখে মেরামত করতে পারবেন না বলে জানান। এতে পুলিশ সদস্য রিকন উত্তেজিত হয়ে গ্যারেজের রিপনকে মারধর করতে থাকেন। এ সময় বাজারে থাকা অন্য দোকানদাররা এগিয়ে এলে কনস্টেবল রিকন গুলি করার হুমকি দেয় এবং মোটরসাইকেল মিস্ত্রি রিপনকে উদ্দেশ্য করে বন্ধুক উঁচিয়ে গুলি করতে যান। এ সময় পাশ থেকে দৌড়ে এসে তুষার নামের এক যুবক বাধা দিলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রিপনের পরিবর্তে মাটিতে পড়ে। এসময় পুলিশ সদস্য রিকন উপস্থিত সকলকে গুলি করার হুমকি দিয়ে মোটরসাইকেল রেখে দৌড়ে ক্যাম্পে চলে যান। স্থানীয়রাও কনস্টেবলের পেছনে পেছনে শিওরদাহ ক্যাম্পে যান। কিন্তু কনস্টেবল রিকন বন্দুক ও ক্যাম্পে থাকা ধারালো হাসুয়া নিয়ে গ্রামবাসীর দিকে এগিয়ে আসায় কেউ ক্যাম্পে ঢুকতে সাহস করেনি। খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন ও অভিযুক্তকে নিয়ে যান। নাভারন সার্কেল (এএসপি) নিশাত আল নাহিয়ান বলেন, অভিযুক্তকে পুলিশ লাইনে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।