যশোরকে সন্ত্রাসমুক্ত ও বাসযোগ্য করতে পুলিশ সব ব্যবস্থা নেবে: রফিকুল ইসলাম

সাংবাদিকদের যশোরের নয়া পুলিশ সুপার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে নবাগত পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় তিনি মিলিত হন।

এসময় তিনি স্পষ্টভাবে জানান, অতীতের রাজনৈতিক ব্যবহারের প্রভাব থেকে পুলিশকে মুক্ত করতে এবং শুধুমাত্র জননিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাজ গঠনের কাজে নিয়োজিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

নবাগত এসপি রফিকুল ইসলাম আরও বলেন, আগের সরকার পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করত। আমরা দলের হাতিয়ার হয়ে দমন-পীড়নের কাজ আর করব না। এখন পুলিশ জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে শান্তিপূর্ণ দেশ গড়ার কাজে নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, যশোরের আইনশৃঙ্খলা রক্ষায় যা করণীয়, আমরা তা করব। তবে জনগণ যদি আমাদের বিশ্বাস রাখে ও সহযোগিতা করে, আমরা মিলিতভাবে এই জেলাকে সকলের জন্য বাসযোগ্য করতে পারব।
পুলিশ সুপার সাংবাদিকদের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। শহরের সব খবর আমাদের কাছে পৌঁছায় না, কিন্তু জেলার প্রত্যন্ত অঞ্চলে কি ঘটে, তা সাংবাদিকরাই জানেন। যদি তারা আমাদের তথ্য সরবরাহ করেন, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেব।

পুলিশ বাহিনীর কঠিন কর্মপরিবেশের প্রসঙ্গও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পুলিশকে সার্বক্ষণিক মাঠে কাজ করতে হয়। কখনো কর্মকর্তাদের আচরণ কিছুটা রুক্ষ হতে পারে। সাংবাদিকদের কাছে অনুরোধ, তা বিবেচনা করে আমাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলুন। আমরা রুক্ষ ব্যবহার অভ্যস্ত নই এবং তা কখনো উদ্দেশ্যপ্রণোদিত নয়।

এসপি রফিকুল ইসলাম জানান, তার অগ্রাধিকার হলো যশোরকে সন্ত্রাসমুক্ত, অস্ত্রবাজমুক্ত, মাদকমুক্ত, কিশোরগ্যাংমুক্ত, যানজটমুক্ত এবং চুরি-ছিনতাইমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে পুলিশ একা কার্যকর হতে পারবে না। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আমরা একসঙ্গে কাজ করলে এই জেলা বাসযোগ্য করা সম্ভব।

এর আগে তিনি সাংবাদিকদের কাছ থেকে যশোরের সার্বিক বিষয়ে ধারণা নেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা, সন্ত্রাস, যানজট, মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার (ক্রাইম অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমীন, ক সার্কেল আহসান হাবীব, খ সার্কেল রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।