চুয়াডাঙ্গায় কাল থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জানানো হয় আগামীকাল ১ জুন চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ জন শিশুকে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জনের পক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আওলিয়ার রহমান সাংবাদিকদের জানান, ১ জুন থেকে এ জেলার ৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় ১৭ হাজার ৫৩১ জন ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ লাখ ৮ হাজার ১৬৭ জন ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৮৯৬টি আউটরিচ ও ১০টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ১৪২ জন স্বাস্থ্য সহকারী ও ১৪৮ জন পরিবার কল্যাণ সহকারী এবং ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক এ কাজে নিয়োজিত থাকবেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা.ফাতেহ আকরাম, পুষ্টি কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল-মামুন, জেলা ইপিআই সুপারেনটেন্ড মনোয়ার হোসেন ও সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আখতার হোসেনসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।