অভয়নগরে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

অভয়নগর (যশোর) সংবাদদাতা ॥ অভয়নগরে আল ফাত্তাহ ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে শতাধিক হজযাত্রীর অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আবু লুবাবা হজ প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ও নওয়াপাড়া বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ব্রাদার্স ট্রেডিংয়ের সৌজন্যে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা সংলগ্ন ‘তরু’স কিচেনে’ অনুষ্ঠিত হজ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, অভয়নগর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মওলা। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন, মাওলানা মাসুম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, পীরজাদা শাহ্ জুনায়েদ আহমেদ, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ব্রাদার্স ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ নাঈমুল হাসান জনি, শিক্ষক মুফতি ইউসুফ আলী, মাওলানা ইসমাইল হোসেন রহমানি, মুফতি মুর্তজা, আল আরাফা ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ইসরাইল বিশ্বাস, মাওলানা মিজবাহ উদ্দিন, মাওলানা বুরহান উদ্দিন, নোয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিকের মালিক বাশার ভুইয়া প্রমুখ।