ঝিকরগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরানকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শনিবার সকালে সাংবাদিক ইমরান রশীদের পারবাজার কার্যালয়ে ক্রেস্ট ও ফুল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শাহিদ হাসান শামিম, সিনিয়র সহ-সভাপতি গাজী মোস্তফা কবীর, সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু আজগার, শিক্ষক মোহাব্বত আলী, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান, আনজুর রহমান, নাসির উদ্দিন, মালেকীন ইসলাম, ইকবাল হোসেন, মোলাম মোস্তফা, নাসিম আক্তারসহ শিক্ষক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানাকেও ফুলেল শুভেচ্ছা জানান।