তানভীর ভুঁইয়ার ফুলতলার বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার উদ্ধার

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঢাকা থেকে গ্রেফতার তানভীর ভুঁইয়ার (২৮) বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ পিস্তল ও শটগানের গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, তানভীর ভুইয়া গ্রেফতার হওয়ার পর ফুলতলার দামোদর পূর্বপাড়ার বাসভবনে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির তানভীরের রুম থেকে পিস্তুলের মিস ফায়ার ৩টি গুলি ও ৪টি গুলির এমটি কার্টিস, শটগানের একটা তাজা কার্তুজ ও ২টি কার্তুজের খোসা উদ্ধার করে। এ ব্যাপারে ফুলতলা থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে হানিফ মোহাম্মদ ভুইয়া ওরফে লাকি ভুইয়ার পুত্র তানভীর ভুঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।