ঝিকরগাছায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইমরান রশীদ ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানাকে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদের নেতৃত্বে নবনির্বাচিত ৩ জনপ্রতিনিধির নিজ নিজ বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে যান। এরপর সব শিক্ষক-শিক্ষিকা একসাথে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল আলমসহ সকল শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।