শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোটর শ্রমিকের মৃত্যু

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (২৪) নামের এক মোটর শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে মোটর দিয়ে বাড়ির সবজি ক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। তিনি শ্যামনগর সদরের কাঠালবাড়িয়া গ্রামের সুবহান সরদারের ছেলে ।
পরিবারের লোকেরা জানান, সকাল ১১ টার দিকে মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি আহত হন। পরিবারের লোকেরা তাকে দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।