রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিলের ভোটের ফলাফল প্রত্যাখ্যান

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান জামু। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার ভাগা বাজারের কাপ-পিরিচের নির্বাচনী অফিসে তিনি এ সংবাদ সম্মেলন করেন। জনাকীর্ণ পরিবেশে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ, আব্দুল হান্নান, গাজী রাশেদুল ইসলাম ডালিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিল হাসান জানান, গত ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রামপালে ভোটগ্রহণ হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সাত্তার স্বাক্ষরিত ফলাফল দেওয়া হয়। তিনি উপজেলার মল্লিকেরবেড়ের সকল কেন্দ্র, ভোজপাতিয়া ইউনিয়নের সকল কেন্দ্র, পেড়িখালী ইউনিয়নের সকল কেন্দ্র ও হুড়কা ইউনিয়নের সকল কেন্দ্রের কাপ-পিরিচ প্রতীকসহ চেয়ারম্যান পদের সকল প্রার্থীর ফলাফল পুনরায় গণনার জোর দাবি করেন। এ ছাড়াও তিনি জানান, পরিকল্পিতভাবে কারচুপির মাধ্যমে আনারস প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আচারণবিধি লংঘন করে খুলনার এক প্রভাবশালী নেতা ১৫ দিন ধরে এলাকায় এসে প্রকাশ্যে আনারস প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য এলাকার ভোটারদের চাপ প্রয়োগ করেন। তার মদদেই পরিকল্পিতভাবে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেবেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন জামিল হাসান।