চৌগাছায় আদিবাসীদের উদ্যোগে মহানামযজ্ঞ শুরু

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে চারদিন ব্যাপী ২১তম মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। কপোতাক্ষ নদের পাড়ে সর্বজনীন সরদারপাড়া মহাশশ্মান মন্দির প্রাঙ্গনে ২৭ এপ্রিল শুভ অধিবাসের মধ্য দিয়ে (১৬ প্রহর) শ্রী শ্রী তারকাব্রক্ষ মহানামযজ্ঞ শুরু হয়েছে। যা আগামী মঙ্গলবার শেষ হবে বলে জানান সর্বজনীন মন্দির কমিটি। নামযজ্ঞ অনুষ্ঠানে ভগবত পাঠক সেবায়ত হিসেবে উপস্থিত আছেন খুলনার পাইকগাছার নিত্যানন্দ আশ্রমের সুখদেব দাস গোস্বামী এবং সহযোগিতায় আছেন চৌগাছার খড়িঞ্চা শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের দশরথ গোসাই।
এবারের নামযজ্ঞ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে একাধিক দল অংশ নিচ্ছেন। তারমধ্যে রাজবাড়ী পাংশার জোগমায়া সম্প্রদায়, যশোরের জয় কৃষ্ণ সম্প্রদায়, ঢাকার মানিকগঞ্জের প্রাণ কিশোরী সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার যুগোল কিশোরী সম্প্রদায়, সাতক্ষীরা জেলার জগৎ প্রভু সম্প্রদায় ও চৌগাছার রাধা গোবিন্দ সম্প্রদায় দল উল্লেখযোগ্য।
নামযজ্ঞ অনুষ্ঠানের কোষাধ্যক্ষ শ্রী মনা সরদার, সার্বিক তত্ত্বাবধানে থাকা সঞ্জয় সরদার, নিমাই সরদার, দুষ্টু সরদার, কৃষ্ণ সরদার জানান, শুরু থেকে প্রতিদিনই ভক্ত অনুসারীদের পদচারণায় মুখোরিত মন্দির প্রাঙ্গন, এ যেন এক মিলন মেলা। নামযজ্ঞকে কেন্দ্র করে বসেছে মেলা, শিশুরা এই মেলায় এসে ব্যাপকভাবে আনন্দ পাচ্ছে। সকলের সার্বিক সহযোগিতায় বৃহৎ এই মহানামযজ্ঞ অনুষ্ঠান আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি।