খুলনায় মামলা তুলে নিতে গৃহবধূকে হুমকি

0

ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা॥ খুলনা নগরীর খানজাহান আলী থানার পথেরবাজারে পাওনা টাকা চাইতে গিয়ে নির্যাতনের শিকার গৃহবধূ মুন্নি বেগমের দায়ের করা মামলায় ১৬ এপ্রিল আসামি জাহিদ খান আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। এরআগে শ্লীলতাহানি , মারপিটসহ বিভিন্ন অভিযোগে গত ৭ এপ্রিল মুন্নি বেগম খানজাহান আলী থানায় পথেরবাজার ওহাব জুট মিলের সর্দার জাহিদ খান, পথেরবাজার এলাকার রুস্তম আলীর ছেলে জাকির ও আলীম জুট মিলের শ্রমিক কলোনির রহুল শিকদারসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ১৯ এপ্রিল মুন্নি বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাতে তিনি উল্লেখ করেন তাকে জেলহাজতে আটক জাহিদ খানের সহযোগী শামিম লস্কর মামলা তুলে নেওয়ার জন্যে হুমকি দিচ্ছেন।
খানজাহান আলী থানার ওসি হাফিজুর রহমান বলেন, মুন্নি বেগম জিডি করেছেন।জিডি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।