ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনয়িন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের র্অথায়নে, উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে যশোরের ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় জেন্ডার সমতা ও নারীর অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সোমবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রকল্প অবহিতকরণ বক্তব্য রাখেন, উলাশী সৃজনী সংর্ঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।
উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। বক্তব্য রাখেন, গদখালী ইউপি চেয়ারম্যান প্রিন্স আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমবায় অফিসার মো. সালাউদ্দিন আহম্মেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী ও তথ্যসেবা কর্মকর্তা রেখসোনা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উলাসী সৃজনী সংঘের প্রোগ্রাম কো-অডিনেটর নাজনীন সুলতানা জেনি, উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, সাবেক ইউপি সদস্য হাসানুজ্জামান ডালিম প্রমুখ।