জনদুর্ভোগ দূরীকরণে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ বর্জ্য অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ দূরীকরণে ক্লিন লোহাগড়া বিনির্মাণে  সোমবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল হয়েছে। লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশায় খাদ্যগুদামের সামনের সড়কে লক্ষ্মীপাশা সচেতন যুবসমাজ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্মীপাশায় খাদ্যগুদামের সামনে নবগঙ্গা নদীরপাড়ে পৌর এলাকার বসতবাড়ি ও বাজারের বর্জ্য ফেলা হচ্ছে। পৌরসভার কর্মচারীরা বর্জ্যবহনকারী ভ্যানে ময়লা এনে ফেলছে লক্ষ্মীপাশা খেয়াঘাট-কাশিপুর সড়কের খাদ্যগুদামের সামনে, লক্ষীপাশা-কালনা সড়কের মধূমতি আর্মি ক্যাম্পের পাশে, উপজেলা পরিষদের ভেতরে। খাদ্যগুদামের সামনে বা পাশে যেখানে ময়লা ফেলা হচ্ছে তার থেকে কালিবাড়ি মন্দির, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়, লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বিদ্যালয়, জয়পুর মহাশ্মশান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুব কাছে। হাজার হাজার শিক্ষার্থী, পথচারী, রোগী, পূর্ণার্থীরা চলাচল করছে প্রতিদিন। পাশর্^বর্তী বাসিন্দারা দুর্গন্ধে বসবাস করতে পারছে না। পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের ময়লা ফেলা দেখে অনেক মানুষই তাদের বাড়ির ময়লাও সেখানে ফেলছে। ফলে সেখানকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে।
একই অবস্থা উপজেলা পরিষদের ভেতরে। ইউএনওর বাসা,আনসার ব্যারাক, জেলা পরিষদ ডাকবাংলো, বসতবাড়ির পাশে ৬-৭ মাস আগে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে ময়লা ফেলার ডাস্টবিন। পরিপূর্ণভাবে ডাস্টবিনটি ভরে দুর্গন্ধ ছড়ালেও দীর্ঘদিন উপজেলা প্রশাসন বা পৌর কর্র্তৃপক্ষ সমস্যা নিরসনে কোনো ব্যবস্থা নেয়নি। একই অবস্থা মধুমতি আর্মি ক্যাম্পের পাশে। দুর্গন্ধে চলাচল করতে পারছে না মানুষ। বরং অনেকেই দূষিত বাতাসে অসুস্থ হয়ে পড়ছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা গ্রামের জসিম শেখ, শাহীন আলম, সাইফুল্লাহ মামুন, ইকরামুল প্রমুখ। বক্তারা দ্রুত এ সমস্যা সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান বলেন, ‘রাতের আঁধারে কারা ময়লা ফেলছে? আমি পাহারাদার(লেবার) নিযুক্ত করেছি। সমস্যা সমাধানে চেষ্টা করছি।’