ঘেরের বিরোধ নিয়ে তালায় সংবাদ সম্মেলন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত লবন সরদারের ছেলে সরদার নজরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি বেশ কয়েকটি পত্রিকায় তালার হাজরাকাটিতে মৎস্য ঘেরের জবর দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা শিরোনামে কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদটি মনগড়া, ভিত্তিহীন ও সমাজে হেয় প্রতিপন্ন করার জন্যে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এ সময় তিনি বলেন, উপজেলার হাজরাকাটি বেততলা বিলে পৈত্রিকসূত্রে প্রাপ্ত ও তার নিজের ৫৮ বিঘা জমি লিজ নিয়ে দখল বুঝে পাচ্ছেন না। এরআগে হাজরাকাটি গ্রামের রফিক সরদারের ঘেরটি ২০২২ ইং সালের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হয়। এরপর জমির মালিকরা আমার নিকট হতে হারি নিয়ে ঘেরটি ডিড করে দেয়। তাদের সন্ত্রাসী কার্যকলাপের কারণে আমি দখল বুঝে পাচ্ছি না।