মাগুরায় চোর চক্রের আস্ত বাস গায়েব, গ্রেপ্তার ৫

0

মাগুরা সংবাদদাতা॥ একটি আস্ত যাত্রীবাহী বাস গায়েব করে দিয়েছে চোর চক্র। পরে ওই বাসটি খন্ড খন্ড করে বিক্রি করে দেওয়ার সময় চক্রটির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলার ভিটাসাইর গ্রামের পাসপোর্ট অফিস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা সদর উপজেলার ভিটাসাইর গ্রামের গোলাম রসুলের ছেলে জহিরুল ইসলাম ওরফে আকিদুল (৩৫), আব্দুল খালেকের ছেলে শরিফুল ইসলাম (৪২), যশোরের কোতয়ালী থানার ঝুমঝুমপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহেল আল মামুন (২৩), নজির শংকরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রব্বানী (২৭) এবং হুশতলা (বকচর) গ্রামের হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৬)। এ সময় তাদের কাছ থেকে সুমাইয়া ট্রাভেলস নামের একটি বাসের (চ্যাসিস নম্বর-এমএটি ৩৮৯০৬৫৬০আর০০২৭১, ইঞ্জিন নম্বর –৬০এল৬২৫২৬৩০৩, রেজিস্ট্রেশন নম্বর-পাবনা ব-১১-০০৪০) কাটা বাসের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্ম্কর্তা্ (ওসি) মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।