নড়াইলে কথিত নাশকতা মামলায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে কথিত নাশকতা মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দাযরা জজ মো. আলমাচ হোসেন মৃধা এক আদেশে বিএনপির নেতা-কর্মীদের কারাগারে প্রেরণ করেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল ইসলাম এমদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩১ অক্টোবর নড়াইল সদর থানায় দায়ের হওয়া কথিত নাশকতা মামলার আসামি নড়াইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ,আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্স,সাধারণ সম্পাদক এনামুল সর্দার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, বিএনপি নেতা মাহবুর মোল্যা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ মোট ১২জনকে কারাগারে পাঠানো হয়। ২৫জন আসামি আদালতে হাজিরা দিলে ১৩জনকে জামিনের মঞ্জুর করেন আদালত। কারাগারে পাঠানো নেতা-কর্মীরা এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন।