খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান জামিনে কারামুক্ত

0

 

খুলনা ব্যুরো ॥ প্রায় সাড়ে তিন মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান। রোববার বিকেলে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেছেন তিনি। দুপুরের পর থেকে দলের নেতাকর্মীরা খুলনা জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকেন। দীর্ঘ কারাবাসের পর মুক্তিলাভ করলে আবেগআপ্লুত নেতাকর্মীরা বিএনপি নেতা আমীর এজাজ খানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। গত ২ নভেম্বর নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর শয্যা পাশ থেকে তাকে গ্রেফতার করে বটিয়াঘাটার থানার একটি গায়েবি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছিল পুলিশ।
গত বছরের ৩১ অক্টোবর খুলনা সদর থানার এস আই খালিদ উদ্দীন বাদী হয়ে ৪৭জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে এবং একইদিন সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলায় আমীর এজাজ খানকে আসামি করা হয়েছিল। এ দুটি মামলায় শ্যোনঅ্যারেস্ট দেখানোর পাশাপাশি রাজধানীর পল্টন থানায় ২৮ অক্টোবরের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।