তিন দিবসে গদখালিতে অর্ধ শত কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারি- এই তিন দিবসে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারা ও নাভারন ইউনিয়নের চাষি ও ব্যবসায়ীদের আনুমানিক ৫০কোটি টাকার ফুল বিক্রির টার্গেট রয়েছে। সারাদেশের খুচরো বাজারগুলোতে সোমবার পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে গদখালি থেকে বলে জানান এ অঞ্চলের ফুলের জনক শের আলী সরদার, যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, ফুলচাষি ইসমাইল হোসেন ও শাহাজাহান আলী মেম্বার। যা বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা শহরে ইতোমধ্যে পৌঁছে গেছে।