টাঙ্গাইল শাড়ির জিআই পেয়েছে ভারত, জানতো না তাঁত বোর্ড

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বত্ব পেয়েছে ভারতে পশ্চিমবঙ্গ সরকার। জানুয়ারির দুই তারিখে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশকপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশের নিজস্ব পণ্যের জিআই স্বত্ব ভারত পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশিরা।
বাংলাদেশের নিজস্ব পণ্য হওয়া স্বত্বেও কীভাবে তার স্বীকৃতি পেল ভারত তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এ বিষয়ে কথা বলেছেন সাংবাদিক সাইফুর রহমান। বাংলাদেশের পোশাক ও ঐতিহ্য নিয়ে কাজ করেন তিনি।
হতাশা প্রকাশ করে সাইফুর রহমান তার ফেসবুকে লিখেছেন, ‘টাঙ্গাইল শাড়ির জিআই নিয়ে ভারত যেটা করল সেটা আদতেই ন্যাক্কারজনক। তারপরও কি আমাদের কানে পানি ঢুকেছে? মনে তো হয় না। কারণ ঘটনা তো আজকের নয়। একটা প্রক্রিয়া শুরু করতেও তো সময় লাগে। সেটা যে আমাদের নীতিনির্ধারকদের জানা ছিল না সেটা বিশ্বাস করতে কষ্ট হয়।’
টাঙ্গাইল শাড়ির জিআই পাওয়ার বিষয়টি তাঁত বোর্ডের জানাই ছিল না উল্লেখ করে তিনি জানান, ‘গত মাসে বিষয়টি নজরে আসলে আমি তাঁত বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা বলি। তিনি আমাকে বর্তমান চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এবং আমাকে নিয়ে যান তার রুমে। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বুঝতে পারিন তিনি জানতেনই না এমন ঘটনা ঘটেছে। তিনি তখন তাঁত বোর্ডের ভৌগলিক নির্দেশক পণ্যের আবদেন বিষয় কমিটির সদস্যদের ডাকেন। ওই কমিটির প্রধানসহ উপস্থিত তিনজনেরও বক্তব্যই ছিল অভিন্ন। তারা জানেন না ভারত টাঙ্গাইল শাড়ির জিআই পেয়ে গেছে।’
সাইফুর রহমান আরও লিখেছেন, ‘কিন্তু আমরা কেন আবেদন করিনি? এমন প্রশ্নে তাদের উত্তর ছিল: ফাইল দুই মাস ধরে পড়ে আছে। সময়ের অভাবে কাজ শেষ করে জমা দেওয়া হয়নি। কি অদ্ভূত তাদের যুক্তি!’