শোক ও গৌরবের ভাষার মাস

0

মাসুদ রানা বাবু ॥ উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৯৫২ সালের এ মাসে বাঙালি ছাত্র,শিক্ষক,জনতা নেমে আসে তৎকালীন পূর্ব পাস্তিানের রাজপথে। যে আন্দোলন বানচাল করতে বেপরোয়া হয়ে ওঠে সরকার। শুরু হয় ধরপাকড় নির্যাতন প্রতিবাদে ফেটে পড়ে বাঙালিরা। সারাদেশ জুড়ে শুরু হয় বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার আন্দোলন। সর্বত্মক আন্দোলনের দাবানল থামাতে পাকজান্তা বেছে নেয় হত্যার জঘন্যতম পথ। সেই পথ ধরেই তারা একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিলে গুলি চালায়। তারা হত্যা করে রফিক,শফিক,জব্বার,বরকতদের। বাংলা মায়ের এই বীর সন্তানদের জীবনে বিনিময়েই প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রভাষা বাংলা। ২১-এর সেই চেতনায় ভর করে বাঙালি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে স্বাধীনতা, প্রতিষ্ঠা করে বাংলাদেশ। ভাষার জন্য জীবন দেয়ার ঘটনা নজিরবিহীন ইতিহাসের জন্যই ২১ ফেব্রুয়ারি আজ বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান পেয়েছে।