ঝিকরগাছায় বিজ্ঞানমেলায় বিএম হাইস্কুল শীর্ষে

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় এ বছর ঝিকরগাছা বদর উদ্দিন মুসলিম (বিএম) হাইস্কুলের শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিজ্ঞান প্রজেক্টে প্রথম স্থান, কুইজে দ্বিতীয়স্থান ও বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম পাঁচ জনের মধ্যে প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের এই অভাবনীয় সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম সবার কাছে দোয়া কামনা করেছেন।