কালীগঞ্জে জন্ম নিলো তিন পায়ের বাছুর

0

শিপলু জামান ,কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ কালীগঞ্জে একটি বাছুর তিন পা নিয়ে জন্ম নিয়েছে । অপূর্ব ঘোষ নামের এক চাষির ঘরে তিন পায়ের এ বকনা বাছুরের জন্ম হয় । বাছুরটি নিয়ে বিপাকে এখন অপূর্ব ঘোষ । তিন পায়ের এ বাছুর বিক্রি হবে কিনা ,এ নিয়ে চিন্তায় পড়েছেন তিনি ।
কালীগঞ্জ উপজেলার সিংগী গ্রামের অপূর্ব ঘোষের একটি গাভি গত ২০ জানুয়ারি তিন পায়ের একটি বকনা বাছুরের জন্ম দেয়। এরপরই শোরগোল পড়ে গ্রামটিতে। অভাবের সংসারে একমাত্র গাভির বাছুরটি তিন পা নিয়ে জন্ম নেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন দিনমজুর অপূর্ব ঘোষ ও তার স্ত্রী পিংকি ঘোষ। সহায় সম্বলহীন অপূর্ব ঘোষ বৃদ্ধ মা, স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে কষ্টে দিন পার করছেন ।
অপূর্ব ঘোষ জানান ,‘আমি একটি এনজিও থেকে ঋণ নিয়ে গরুটি কিনেছিলাম। অথচ তার পেটে তিন পায়ের বাছুরের জন্ম হলো। সবাই বলছে বাছুরটি বিক্রি হবে না। আমাদের এটাই শেষ সম্বল। এখন আমরা কী করবো।