সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরা সদর উপজেলায় শফিকুল ইসলাম (৩৭) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জনগণ।
শনিবার সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে আটক করা হয়। আটক শফিকুল দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে তারা এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন কয়েকজন যুবক। দুটি মটরসাইকেল যোগে তারা এলাকায় বিভিন্ন লোকজনকে হয়রানি করেন। ঘটনাটি জানাজানি হলে গ্রামের মানুষ সতর্ক হয়। পরে শনিবার ভোরে দুটি মোটরসাইকেলে তারা ৩-৪ জন গ্রামে ঢোকেন। এ সময় সন্দেহ হলে তাদেরকে আটকের চেষ্টা করা হয়। এসময় একজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, ভুয়া পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রামের লোকজন আটক করে আমাদেরকে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।