ঝিনাইদহে এক বাসের ধাক্কায় অপর বাস খাদে, আহত ১৬

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ শহরের আইয়ুব মোড়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৬ জন বাসযাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর নিচে আটকে থাকা বাসের হেলপারকে উদ্ধার করে। আহতদের মধ্যে ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুস সালাম জানান, যাত্রীবাহী এমকে পরিবহনের একটি বাস ঝিনাইদহ থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ বাইপাস সড়কের অইয়ুব মোড়ে পৌঁছুলে সামনের দিক থেকে আসা আরেকটি বাস ওই বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গড়াতে গড়াতে একটি বাড়িতে ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আটকে থাকা বাসের হেলপারকে এক ঘন্টার চেষ্টার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।