শার্শায় রোরো চাষে খরচ বেড়েছে

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর)॥ জানুয়ারি মাসের প্রথম থেকেই শার্শা উপজেলার কিছু কিছু অঞ্চলে বোরো ধান রোপণ শুরু হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর জমি লিজ নেয়া, আগাছা পরিস্কার, লাঙ্গল ও রোপণ খরচ বেশি পড়ছে বলে কৃষকরা জানিয়েছেন । তার ওপর সারের দাম দিন দিন যে হারে বাড়ছে তাতে কৃষকরা বোরোর খরচ যোগাতে হিমশিম খাবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর শার্শায় ২৩ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা ধার্য করা হয়েছে। পরিবেশ অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শার্শা সীমান্তবর্তী আলোচিত ঠেঙামারী বিলেও বোরা রোপন চলছে। রুদ্রপুর গ্রামের কৃষক লিয়াকত আলী দেড় বিঘা জমিতে ধান রোপণ করেছেন। এখনো আড়াই বিঘা জমিতে ধান রোপণ করবেন। জমিতে পানি জমে থাকার কারণে ধান রোপনে বিলম্ব ঘটছে।
তিনি জানিয়েছেন, ৯ হাজার টাকা বিঘা দরে তিনি জমি লিজ নিয়েছেন। ১ বিঘা জমির আগাছা পরিস্কার করতে খরচ হয়েছে ৩ হাজার টাকা, লাঙ্গল খরচ ১ হাজার, রোয়া খরচ ১২ শ ও প্রথম বার সার খরচ ১ হাজার,পানি খরচ ৩ হাজার টাকাসহ ১৮ হাজার দুশো টাকা খরচ হয়ে গেছে। এখনও সার কীটনাশক ও ধান কাটা, ঝাড়া ও গোছানো খরচ বাকি রয়েছে। সব মিলিয়ে ১ বিঘা জমির ফসল ঘরে তুলতে ২৫ থেকে ২৭ হাজার টাকা খরচ পড়বে বলে তিনি জানিয়েছেন ।
উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, কারেন্ট পোকা দমনে এ বছর সব চাষিকে সুতো টাঙিয়ে লাইনে ধান রোপণ করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও ১০ লাইন পর পর ১০ ইঞ্চি লোগো অর্থাৎ ১০ ইঞ্চি দূরত্বে লাইন করে ধান রোপণ করতে বলা হয়েছে। তা না হলে পোকা দমন কার্যকর হবে না।