যশোরে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের মিছিল ও সমাবেশ অব্যাহত

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ডামি নির্বাচন বাতিল এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আইনজীবীদের ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আয়োজনে দেশব্যাপী চলছে আদালত বর্জন কর্মসূচি। সাত দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিন বুধবার ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট যশোর ইউনিট আদলত বর্জন করে বিক্ষোভ সমাবেশ করে। এদিন নেতৃবৃন্দ শহরের সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে দিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলত ভবনের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট যশোর ইউনিটের সদস্য এম এ গফুর, আমিনুর রহমান, শহীদ ইকবাল হোসেন,গোলাম মোস্তাফা মন্টু, এস এম আব্দুর রাজ্জাক, আরিফুল ইসলাম শান্তি, মুজিবর রহমান, আব্দুল ওয়াদুদ, মাহফুজুর রহমান, ওজিয়ার রহমান, হাসানুর রহমান আসাদ, আব্দুল লতিফ লতা, জুলফিকার আলী জুলু, সাদেকা খাতুন বিল্লু, একে আকরাম হোসেন,মুনসুন অর রশিদ পিংকু, সুমন আকুঞ্জি, নুরুজ্জামান খান, রোকনুজ্জামান, আজাহার আলী, মাহমুদা খানম,সরদার সেলিম রেজা, মোস্তফা কামাল মিন্টু,শাহিনুর রহমান রয়েল, সেলিম রেজা, মৌলদা পারভিন , কাজী কামরুল ইসলাম, মাধবেন্দ্র অধিকারী, সুদিপ্ত কুমার ঘোষ, দিলীপ কুমার, জাকির হোসেন, আলীবর্দি খান,ফাইন আরা বন্যা প্রমুখ।