যশোরে মাদক ব্যবসায়ীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ইয়াবা ট্যাবলেটের একটি মামলায় দেবাশীষ বিশ্বাস নামে একজন মাদক ব্যবসায়ীকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। সোমবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত দেবাশীষ বিশ্বাস শহরের রেল রোড চারখাম্বার মোড় এলাকার প্রদীপ বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৩ মে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ডিবি পুলিশের এএসআই এজাজুর রহমান নড়াইল সড়কের ফতেপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দেবাশীষ বিশ্বাস এবং তার সঙ্গী আজিজুলকে আটক করেন। এ সময় তার আরেক সঙ্গী সুজিত কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে দেবাশীষ বিশ্বাসের প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় আটক দুজনসহ পলাতক সুজিতকে আসামি করে কোতয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এএসআই এজাজুর রহমান। এ মামলায় আসামি দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি আজিজুল ও সুজিতকে খালাসের আদেশ দেন বিচারক।