নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরায় মানববন্ধন

0

 

সাতক্ষীরা সংবাদদদাতা॥ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, মিডা’র নির্বাহী পরিচালক দুুলাল চন্দ্র দাশ।
মিডা-ম্যানপাওয়ার এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাশ, মৃত্তিকা সমসাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক আব্দুস সালাম, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বিডিইআরএম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দিলিপ দাশ ও সদস্য মন্টু দাশ, দলিত নেতা গোবিন্দ দাশ, কার্তিক দাশ প্রমুখ। কর্মসূচির ধারনা পাঠ করেন সাথী দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন, আশ্রয়ের নির্বাহী পরিচালক সরদার গিয়াস উদ্দীন। মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করেন।