বিজয়ের মাস

0

 

মাসুদ রানা বাবু ॥ আজ ২ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিন বাংলার মায়ের দামাল ছেলেরা প্রিয় মাতৃভূমিকে হানাদারমুক্ত করতে চিরমুক্তির সন্ধানে প্রচন্ড গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। ডিসেম্বরের এই সময়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যখন মুক্তিবাহিনীর সাফল্যের খবর গুরত্ব দিয়ে প্রচারিত হচ্ছিল, ঠিক তখই এদিন ঢাকার রামপুরা ও মালিবাগে বিদ্যুৎ সরবরাহ লাইনে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করে পাকবাহিনী। এদিন মুক্তিযোদ্ধারা যখন রাজধানীকে দখলমুক্ত করার লক্ষ্যে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাকবাহিনীর বিরুদ্ধে ঢাকার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তখন পাকিস্তান বাহিনী মুুক্তিযোদ্ধাদের বিরুদ্ধ বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছিল। এদিকে প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করার প্রত্যয়ে প্রতিদিন পাক বাহিনীর হাতে জীবন দিতে থাকেন মুক্তিকামী জনতা। তাদের নর পৈশাচিক নির্যাতনের হাত থেকে মা বোনেরাও রেহাই পাচ্ছিলেন না। এসময় নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে শুরু হয় সম্মুখযুদ্ধ। সেই সম্মুখযুদ্ধ চলে আখাউড়া রেল স্টেশনেও। একাত্তরের এই দিন ময়মনসিংহ,জামালপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে পাকবাহিনী গণহত্যা চালায় । তবুও অদম্য সাহস আর প্রবল দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধারা এগিয়ে যান তাদের আসন্ন বিজয়ের অভেদ লক্ষ্যে। সীমান্ত এলাকাগুলোতে সংঘাত তীব্র আকার ধারণ করলে মুক্তিবাহিনীর সাথে যোগ দেয় ভারতীয় মিত্র বাহিনী। সেই সাথে দেশ জুড়ে প্রচ- আকারে গণপ্রতিরোধ চলছিল। প্রতিদিনই মুক্তিবাহিনীর হাতে নাস্তানাবুদ হচ্ছিল পাকবাহিনী।