যশোরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে যশোর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে যশোর ক্রিকেট ক্লাব। অন্যদিকে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে আসাদ ক্রিকেট একাডেমি। বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের সুপার ফোরের শেষ খেলায় জয়-পরাজয়ের মধ্য দিয়ে দল দুটি চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। সুপার ফোরের শেষ খেলাটি অঘোষিত ফাইনালে রূপ নেয়।
খেলায় টস হেরে প্রথমে আসাদ ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে শামীম শরীফ ৩৮, রেজোয়ান হাসান ৩৩ রাফসান আল মামুন ২১ এবং হামিদুল হক ১৫ রান সংগ্রহ করেন। বল হাতে যশোর ক্রিকেট ক্লাবের মোস্তাফিজুর রহমান ৩টি, আবু বকর জীবন, রায়হান উদ্দিন ও টিপু সুলতান ২টি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য যশোর ক্রিকেট ক্লাব ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে ইমরানুজ্জামান ৫২, রায়হান উদ্দিন ২৫ রান সংগ্রহ করে ২৫ রান সংগ্রহ করেন। বল হাতে আসাদ ক্রিকেট একাডেমির মিরাজুল ইসলাম মুন ২টি, রাফসান আল মামুন ও শামীম শরীফ ১টি করে উইকেট লাভ করেন।
খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে লিগের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য খায়েরুজ্জামান বাব প্রমুখ।