বাঘারপাড়ায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু হয়নি

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ নির্ধারিত সময়ের দুই সপ্তাহ পার হয়ে গেলেও যশোরের বাঘারপাড়ায় অতিদরিদ্রদের জন্যে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ এখনো শুরু করেনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও)। এ নিয়ে বিভিন্ন মহলের শঙ্কা রয়েছে। গত ১১ নভেম্বর শনিবার এ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিলো।
স্থানীয় শ্রমিকরা বলেছেন, প্রকল্পের কাজ না করে ভুয়া মাস্টাররোলের মাধ্যমে অতীতের মতো এবারও শ্রমিকদের মজুরির টাকা উত্তোলন করে আত্মসাৎ করতে পারেন প্রকল্প সংশ্লিষ্টরা।এজন্যে হয়তো নির্ধারিত সময়ে কাজ শুরু করেন নি প্রকল্প সংশ্লিষ্টরা। শ্রমিকরা আরো জানান, যশোর জেলার অন্যান্য উপজেলায় এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
সরকারের নির্দেশনায় বলা হয়েছে, ১১ নভেম্বর শনিবার উপজেলার ৯ টি ইউনিয়নে একযোগে ইজিপিপি প্রকল্পের কাজ শুরু করতে হবে। স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান এসব প্রকল্পের কাজ তদারকি করবেন। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা প্রকল্পের সভাপতির দায়িত্ব পালন করবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচির আওতায় অতিদরিদ্র শ্রমিকদের মাথাপিছু ৪০০ টাকা দৈনিক মজুরিতে প্রকল্পের মাটি কাটার কাজ করানোর কথা। সপ্তাহের ৫দিন কাজ করবেন প্রকল্পের নির্ধারিত শ্রমিকরা। ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের প্রথম পর্যায়ে ৯ টি ইউনিয়নে ২৭ টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১,০৭৬ জন নিবন্ধিত সুবিধাভোগী শ্রমিক এতে কাজ করার সুযোগ পাবেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি ৪০ কর্মদিবস শেষ হবে এমন ক্যালেন্ডার প্রস্তুুত করেছে অধিদপ্তর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাস বলেন, চলতি আমন মৌসুমের ধান কাটার কাজ চলছে। তাই শ্রমিক সংকটের কারণে এখনো প্রকল্পের কাজ শুরু করতে পারিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, সামনের সপ্তাহে কাজ শুরু করার জন্যে চিঠি দেবো। কর্মদিবসের বাদপড়া কাজের প্রসঙ্গে তিনি বলেন, দেখি কি করা যায়।
উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে এ বিষয়ে খোঁজ নেবো। তিনি আরও বলেন, আমার জানা মতে এ প্রকল্পের কাজ চলছে