কপিলমুনিতে কপোতাক্ষ পাড়ে আবর্জনার স্তূপ : দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে কপোতাক্ষ নদ পাড়ে মাছ বাজার সংলগ্ন এলাকা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে ওই এলাকার ব্যবসায়ী ও জনসাধারণ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে।
জানা যায়, কপিলমুনি বাজারের বর্জ্য নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফেলা হচ্ছে। শুধু কৃষি পণ্য দ্রব্যের আবর্জনা নয় এর সাথে পলিথিন, চালকলের তুষ পোড়নো ছাই, দইয়ের মালসা, বিভিন্ন প্লাস্টিকবর্জ্যসহ নানা ধরনের বর্জ্য নদ পাড়ে রাখা হচেছ। এসব বর্জ্য নদে পড়ে নদের তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক বছরেই কপোতাক্ষের বিশাল এলাকা ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা করছে সচেতনমহল।
সরেজমিনে দেখা যায়, শুধু নদ ভরাট হওয়া নয়, নদ পাড়ের বিরাট এলাকা জুড়ে এই বর্জ্যস্তূপ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নদের ধারে বাইপাস সড়কে মাছ বাজারে ব্যবসায়ী ও ক্রেতারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন। সারাক্ষণ এ দুর্গন্ধ তাদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ডাক্তার আজমল হোসেন বলেন এত গন্ধ যে ওই রাস্তায় হাটাচলাচল করা কঠিন। মাছ কিনতে আসা নাছিরপুর গ্রামের মফিজুল বিশ্বাস বলেন, ‘এখানে এত গন্ধ যে বমি আসে, কিন্তু কেউ দেখার নেই। এই আবর্জনা পরিষ্কার করার কোনও উদ্যোগ নেই। কপিলমুনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও হাট বাজার কমিটির সভাপতি কওসার আলী জোয়াদ্দার বলেন, বিষয়টি আমি জাানতে পেরেছি,গুরুত্ব দিবো।