বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনালের উত্তাপ

0

স্পোর্টস ডেস্ক॥ আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সবার নজর। ২০ বছর পর ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ২০০৩ সালের সেই ফাইনালে হেরেছিল ভারত। এবার সুযোগ প্রতিশোধ নেওয়ার।
ভারতে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ বইছে। ফাইনালের সাক্ষী হতে ছুটছেন আহমেদাবাদে। এবারের বিশ্বকাপের মঞ্চে ভারত একমাত্র দল যারা এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি। লিগ পর্যায়ে ৯ ম্যাচের মধ্যে ৯টি জিতে দারুণ ছন্দে আছে। আর সেমিফাইনাল জিতে জয়ের মালায় দশে ১০ করেছে ভারত। বিশ্বকাপের ইতিহাসে টানা জয় নেই ভারতের। এমন মহারণ দেখতে কে না চায়। আহমেদাবাদে সবকিছুরই দাম চড়া হয়ে গেছে।
বিমান টিকিট থেকে শুরু করে হোটেল ভাড়া, সবখানে উচ্চমূল্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাজির থাকতে পারেন ফাইনালে। হাই ভোল্টেজ ফাইনাল ভারতীয় ক্রিকেট বোর্ড আমন্ত্রণ পাঠিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে। গত মার্চে এই মাঠেই অস্ট্রেলিয়া-ভারত টেস্ট ম্যাচ দেখতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাজির ছিলেন। এবারও তাদের দুই জনকে একসঙ্গে দেখা যেতে পারে। ফাইনালে আমন্ত্রণ পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মালর্সকে। স্টেডিয়ামে ফাইনালের প্রস্তুতি চলছে। ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন করেছেন। রোহিত শর্মা পিচে গিয়ে হাঁটু গেড়ে বসে পিচ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। পিচের চরিত্র বুঝার চেষ্টা করেছেন রোহিত। কোচ রাহুল দ্রাবিড় ছিলেন সেখানে। পিচ নিয়ে কথা বলেছেন তিনিও।
অনুশীলনের মধ্যেই সমাপনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও চলছে। এই স্টেডিয়াম থেকেই গত ৫ অক্টোবর বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হয়েছিল। ১০ ভেন্যু ঘুরে ৪৭টা ম্যাচ শেষে আবার যেখানে শুরু হয়েছিল সেখানেই নামতে যাচ্ছে বিশ্বকাপের পর্দা।
শোনা যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আগে সংগীতানুষ্ঠানের আয়োজন থাকবে। ভারতীয় বিমানবাহিনী এয়ার শো করবে। ৯টা বিমান এরই মধ্যে মহড়া শুরু করেছে।
ভিআইপি গ্যালারিতে থাকবে তারকার মেলা। ১৯৮৩ সালে প্রথম বার বিশ্বকাপ জয় করে ভারত। সেই দলের অধিনায়ক কপিল দেব এবং ২০১১ ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হাজির থাকবেন। এছাড়া শচীন টেন্ডুলকার, ক্রিকেটারদের পরিবার, বলিউড তারকারা উপস্থিত থাকবেন।
অস্ট্রেলিয়া পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। তারা ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। মেগা ফাইনালের আগে প্রশ্ন উঠেছে, এবার কে হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। দুই দল শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, নাকি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে শিরোপা।