রাষ্ট্রপতির সঙ্গে জি এম কাদেরের সাক্ষাৎ

0

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন নির্বাচনের তফসিল এবং যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল মঙ্গলবার রাত ৮টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে রাত ৯টা ১২ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। তবে প্রবেশ বা বের হয়ে যাওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
জাতীয় পার্টির আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা গণমাধ্যমকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে চেয়ারম্যান জিএম কাদেরের এটি সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক কোনো বিষয়ে নয়।