ঝিকরগাছায় ইউপি চেয়ারম্যান শাহাজাহান মোড়লের দাফন সম্পন্ন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বেদনাবিধুর পরিবেশে ঝিকরগাছায় ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়লের (৬০) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার আসরবাদ বেনেয়ালী এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
জানাজার আগে মরহুমের ভাতিজা হাইকোর্ট আইনজীনী আব্দুল্লাহ আল মামুন বক্তৃতা করেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে যশোর-বেনাপোল রেলওয়ের সৈয়দপাড়ায় ট্রেনের ধাক্কায় গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহাজাহান আলী মোড়ল নিহত হন। খবর পেয়ে জিআরপির খুলনা থানার বেনাপোল ফাঁড়ি পুলিশের এস আই আব্দুর রশিদ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। পরিবারের পক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশ দাবি করা হলেও তিনি ম্যাজিস্ট্রেটের অনুমতি আনতে বলেন। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অনুমতি না পাওয়া যাওয়ায় লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ বেনেয়ালীতে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। পরে আসরবাদ চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়লের পারিবারিক অর্থায়নে প্রতিষ্ঠিত বেনেয়ালী এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে লাশ দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) অধ্যাপক নাসির উদ্দিন, সাবেক এমপি মনিরুল ইসলাম মনির, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক -সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়নবাসী।