মহম্মদপুরে নৌকাবাইচ অনুষ্ঠিত

0

 

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা বাজার সংলগ্ন মধুমতি নদীতে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে মধুমতির দুই পাড়ে নামে লাখো মানুষের ঢল। এ উপলক্ষ্যে দুইদিন আগে থেকেই ঝামা বাজার এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলা।
সকাল থেকেই আশপাশের বিভিন্ন উপজেলার নানা বয়সী মানুষ আসতে থাকেন ঝামা এলাকায়। প্রতি বছর দুর্গাপূজার দশমির পরের দিন এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে মধুমতি নদীর দুই পাড়ে নামে দূর-দূরান্ত থেকে আসা লাখো মানুষের ঢল। তাদের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। এদিন দুপুর আড়াইটায় মেলা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।