ঝিকরগাছায় বেসিক ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঋণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় বেসিক ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।
রোববার সকালে ব্যাংকের ঝিকরগাছা শাখায় ঋণ বিতরণপূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাখা ব্যবস্থাপক মো. রাশেদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন পলাশ। উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যচাষি সমিতির সভাপতি এসএম আহমেদ ফারুক শান্তি, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম তোতা, কামারুল ইসলাম, বেসিক ব্যাংক ঝিকরগাছা শাখার উপ-ব্যবস্থাপক মো. আল মোরশেদ, কৃষি ঋণ ইনচার্জ মো. রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ১১জন কৃষকের মাঝে ১৬লাখ টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়।