দর্শনায় ভাইকে ছেড়ে বোনকে হত্যা

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি॥ চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় মিম খাতুন ওরফে মর্জিনা (২৯) নামে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের বেগুনের ক্ষেতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ভাই আলমগীর হোসেনকে (৩৩) কুপিয়ে আহত করা হয়েছে।
রোববার ভোরে নিজ বাড়ির অদূরে একটি বেগুন ক্ষেত থেকে মিমের লাশ উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা হত্যার বিষয়টি নিশ্চিত করেন।
মিম দামুড়হুদা উপজেলার দর্শনা মোহাম্মদপুর গ্রামের মরহুম আরমান আলীর মেয়ে।
দর্শনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কমিশনার এনামুল কবির বলেন, শনিবার রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা মিম ও তার ভাই আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় বাড়িতে তাদের মাও ছিল। ঘটনাটি স্থানীয়দের না জানালেও তারা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে না পেয়ে চলে যায়। ভোরে স্থানীয়রা একটি বেগুন ক্ষেতে রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মিমের বড় ভাই আহত আলমগীর হোসেন বলেন, রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা বাড়ির সামনে থেকে আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে। আমার চিৎকারে বোন ছুটে এলে তাকেও ধরে ফেলে। এ সময় বোন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এরপর আমি আর কিছু জানি না। পরবর্তীতে আমাকে পাশের বেগুন ক্ষেতে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরো বলেন, আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মামলা চলছে। আমার বোন তাকে মারধর করেছিল। এ কারণে বিভিন্ন সময় আমাকে হুমকি ধামকি দিত দ্বিতীয় স্ত্রী। থানায় জিডিও (সাধারণ ডায়েরী) করেছি। আমার ধারণা এরই জের ধরে তারা এ ঘটনা ঘটিয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।