বাগেরহাটে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা ও পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
সোমবার সকালে সরকারি পিসি কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বাগেরহাট জেলা ইউনিটের উদ্যোগে এই কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতির সময় এক সমাবেশে বক্তব্য দেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বাগেরহাট জেলা ইউনিটের সভাপতি প্রফেসর শেখ জিয়াউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আলম ফরাজী, সরকারি পিসি কলেজের সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক সাইফুর রহমান ফারুকী, আব্দুল গফফার, মো. আলিমুজ্জামান, মোল্লা রফিকুল ইসলাম, বিএম শফিকুল ইসলাম প্রমুখ।
সাধারণ শিক্ষা সমিতির প্রফেসর শাহ আলম ফরাজী বলেন, বিসিএস সাধারণ শিক্ষা কম্পোজিশন ও ক্যাডার রুল-১৯৮০ অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তরের শিক্ষা প্রদান, পরিচালনা, ব্যবস্থাপনা, পরিকল্পনা গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পর্যন্ত শিক্ষা ক্যাডারের কার্যপরিধি ব্যাপৃত। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তর সংশ্লিষ্ট সকল দপ্তরের নবম গ্রেরেডর ওপর সকল পদ শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিপ্তদরের ৫১২টি পদ শিক্ষা ক্যাডারের তফসিল বহির্ভুত করে নিয়োগবিধি চূড়ান্ত করা হয়েছে। এটি শিক্ষা ক্যাডারের অস্তিত্বের প্রতি আঘাত। যার ফলে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।