ঘুমন্ত মেয়েকে কুপিয়ে হত্যা করলেন বাবা

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ায় পারিবারিক কলহে তালাকপ্রাপ্ত মেয়ে মর্জিনা খাতুনকে (৩০) কুপিয়ে হত্যা করেছেন বাবা। আহত হয়েছে তার মেয়ে রেক্সোনা (১৩)। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে। ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা আজিজুল পলাতক।
নিহত মর্জিনা খাতুনের মা সয়েনা খাতুন বলেন, স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হওয়ার পর তার একমাত্র মেয়েকে নিয়ে মর্জিনা তাদের সঙ্গে একই বাড়িতে বসবাস করত। শনিবার রাত ৮টার দিকে সমিতির ঋণের কিস্তির টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে মর্জিনার সঙ্গে তার বাবা আজিজুলের ঝগড়া হয়। গভীর রাতে মর্জিনা তার মেয়ে রেক্সোনাকে নিয়ে ঘরে ঘুমিয়েছিল। সে সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে তার বাবা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, মর্জিনাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

রেক্সোনার হাত কেটে যাওয়ায় সেলাই দেওয়া হয়েছে। সে এখন আশঙ্কামুক্ত।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান,ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক আজিজুলকে আটক করার চেষ্টা চলছে।