চৌগাছায় দুদিনের বৃষ্টিতে ফসলের ক্ষতির সম্ভাবনা

0

 

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ ভাদ্রের অসহনীয় গরমের পর আশ্বিনের শুরুতে পরিবর্তন আসে আবহাওয়ায়। গত দুই দিনে থেমে থেমে বৃষ্টিতে মাঠে উঠতি ফসলেরও ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে।
থেমে থেমে বৃষ্টির কারণে উঠতি ফসলের ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে বলে জানান কৃষকরা। বিশেষ করে আউশ ধান পেকে গেছে। বেশ কিছু এলাকায় ধান কাটাও শুরু হয়েছে। বৃষ্টিতে কাটা ধানের বেশ ক্ষতি হওয়ার শংকা রয়েছে।
বেলেমাঠ গ্রামের হাফিজুর রহমান জানান, কিছু ধান ঘরে তুলতে পেরেছি আর বাকি ধান উঠানেই রয়েছে। এই বৃষ্টিতে ধানের ভাগ্যে কি লেখা আছে জানিনা। গৃহবধূ আকলিমা খাতুন বলেন, বৃষ্টির কারণে বাড়ির পুরুষের চেয়ে আমাদের কষ্ট বেড়ে গেছে। হঠাৎ বৃষ্টিতে বাঁধাকপি, ফুলকপি, মুলা, পটল, কাঁচামরিচসহ বেশ কিছু উঠতি ফসলের ক্ষতির সম্ভবনা রয়েছে বলে মনে করছেন কৃষকরা। তবে আমন ধানের জন্যে এই বৃষ্টি আর্শিবাদ বলেও অনেক কৃষক মনে করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, মুষলধারে বৃষ্টি না হওয়ায় ফসলের তেমন ক্ষতি না হওয়ার সম্ভবনা বেশি। তারপরও নিচু জমির আইল কেটে পানি বের করার জন্যে চাষিদের পরামর্শ দেয়া হয়েছে ।